প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:১৩ পিএম | অনলাইন সংস্করণ
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার ৩ বছর পূর্ণ হল, তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকেরা জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। গতকাল (৫ জানুয়ারি) মার্কিন সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দেওয়ার দায়ে ট্রাম্পকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে নিষিদ্ধ করেন সর্বোচ্চ আদালত। এ দিন সুপ্রিম কোর্টে ৪-৩ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন জুরি বোর্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হন।
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দফতরে বসতে পারবে না। আদালতের এমন রায়ের পর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এরপর ২৯ ডিসেম্বর একই অভিযোগে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়। এখানেও মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহ সংক্রান্ত ধারা ব্যবহার করা হয়।
সংবাদমাধ্যম বিবিসের খবরে বলা হয়, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা কলোরাডো আদালতের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আবেদন আমলে নিয়েছেন। তার আবেদনের ওপর আগামী ফেব্রুয়ারি মাসে শুনানি হবে। একটি মামলার ওপর শুনানি হলেও তা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।