প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১২:৫৮ এএম | অনলাইন সংস্করণ
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য।
শুক্রবার বিকেলে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ শঙ্কার কথা জানান ঈগল প্রতীকের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে তার স্ত্রী সালমা হক, মেয়ে সাদিতা হক, চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, ফাইয়াজুল হক রাজুর নির্বাচনী কমিটির উপদেষ্টা এনামুল হক মিন্টু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সালমা হক এই আসনের নৌকার প্রার্থী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ‘এলাকার ভাড়াটিয়া’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘রাশেদ খান মেনন নিজে ও তার অনুসারীর বলেছেন, স্বতন্ত্র প্রার্থীর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কিন্তু রাজু তো শেরে-বাংলা একে ফজলুল হকের নাতি। তিনি এমন মন্তব্য কিভাবে করতে পারেন। আমি ভোটের মাঠে যাচ্ছি। উনিতো মাঠেই নেই। উনিতো ভাড়াটিয়া, এই এলাকার (উজিরপুর-বানারীপাড়া) কেউ নন। ওনি ঢাকার লোক। ওনার বাড়ি হচ্ছে বাবুগঞ্জ। এখানে আমাদের ১৫০ বছরের পুরানো রাজনৈতিক পরিবার। রাজু এই এলাকার সন্তান। আর উনি (মেনন) রাজু সম্পর্কে বাজে বাজে কথা বলে যাচ্ছেন।’
স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারেরা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। অতি উৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী এমন কর্মকাণ্ড করে যাচ্ছেন। যা আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ বিষয়ে রিটার্নি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছি।’
বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাঁকে সমর্থন দিয়ে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম মনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।