প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে পরররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে এই মুহূর্তে বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা উচিত।
তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই। কিন্তু কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যায় মার্কিন পর্যবেক্ষণ দল। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মার্কিন পর্যবেক্ষণ দলের তিন সদস্যের দলটি সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ায় হাফিজ কমপ্লেক্সে যায়।
দলে রয়েছেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।