রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪ পৌষ ১৪৩১

শিরোনাম: অবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় শায়িত হলেন হারিস চৌধুরী   ডিসেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার   কনসার্টের বদলে ক্রিকেটে বিনিয়োগ করতে বললেন তামিম    নাহিদ-আসিফসহ ১৫৮ সমন্বয়ক শপথ নিচ্ছেন ৩১ ডিসেম্বর   দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৭৯   সারজিস-হাসনাতের বাড়িতে শতকোটি টাকার খবর ভুয়া   ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝাঁজ কমেছে পেঁয়জে, মাছ-মুরগিতে স্বস্তি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১:০৫ পিএম | অনলাইন সংস্করণ

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা কমেছে। এছাড়া স্থিতিশীল রয়েছে মাছ ও ব্রয়লার মুরগির দাম। এ অবস্থায় স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ, রামপুরা, মিরপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। যা গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছে। সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগির দামও আগের মতোই আছে। বাজারে সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০, দেশি মুরগি ৫০০-৫২০ ও লেয়ার ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৫৮০ থেকে ৬৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা, হাঁসের ডিম ২০০ ও দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকায় বিক্রি হয়েছে।

গরুর মাংসের দাম কিছুটা কম থাকায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, এক কেজি শিং মাছ (চাষের, আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০-৫০০, প্রতি কেজি রুই মাছের দাম (আকারভেদে) ৪০০-৫৫০, মাগুর মাছ ৭০০-৯০০, মৃগেল ৩০০-৪৫০, পাঙ্গাস ২০০-২২০, চিংড়ি ৬০০-৮০০, বোয়ালমাছ ৪০০-৯০০, কাতল ৪০০-৬০০, পোয়া মাছ ৩৫০-৪০০, পাবদা মাছ ৪০০-৪৫০, তেলাপিয়া ২২০, কৈ মাছ ২২০-২৩০, মলা ৫০০, বাতাসি টেংরা ৯০০, টেংরা মাছ ৬০০-৭০০, কাচকি মাছ ৬০০, পাঁচ মিশালি মাছ ২২০, রুপচাঁদা ১ হাজার, বাইম মাছ ১০০০-১২০০, দেশি কই ১ হাজার, সোল মাছ ৬০০-৮০০, আইড় মাছ ৬০০-৮০০ এবং কাইকলা মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ (পুরাতন) ১২০ টাকা, দেশি পেঁয়াজ (নতুন) ৯০ এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিল যথাক্রমে ১৩০ টাকা, ১০০ টাকা ও ১১০ টাকা।

এছাড়া রাজধানীর অধিকাংশ বাজারে শীতকালীন সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। চলতি সপ্তাহে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৫০-৮০, ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৩০-৫০, পাকা টমেটো (প্রকারভেদে) ৫০-৭০, কাঁচা টমেটো ৪০, কচুর মুখী ১০০ এবং গাজর ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৬০, ঢেঁড়স ১০০, পটল ৮০, বরবটি ১২০, ধুন্দুল ৮০, চিচিঙ্গা ৮০, খিরাই ৪০-৫০, শসা ৬০, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০-৮০, পেঁপে প্রতি কেজি ৪০, লেবুর হালি ২০-৪০, ধনে পাতা কেজি ১০০-১৫০, কলার হালি ২০, জালি কুমড়া ৪০ ও মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পুরাতন আলু ৬০ টাকা, নতুন আলু ৬০-৭০, পেঁয়াজের কলি ৬০ ও কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০, মূলা শাক ১০ থেকে ১৫, পালং শাক ১৫ ও কলমি শাক ১০ টাকা।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]