প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল হাকিম সিকদার।
আজ সোমবার (১ জানুয়ারি) সিরাজগঞ্জের চৌহালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খানমের বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।
আব্দুল হাকিম বলেন, আমার দল থেকে তেমন সহযোগিতা পাচ্ছি না। তাই আমি স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আশা করি আমার কর্মী-সমর্থকরা মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনকে বিজয়ী করতে কাজ করবে।