মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো   ফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার   আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত: ফখরুল   রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে সব জেলায় আইন মন্ত্রণালয়ের চিঠি   জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা   দক্ষিণ এশিয়ায় আধিপত্য হারানোর পথে ভারত?   ইউসিবি ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: ডা. খালেদ
শরীয়তপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:১১ পিএম | অনলাইন সংস্করণ

শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী বলেন, আমাদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানে অপরাধীরা কোথায় আছে। প্রতি মুহূর্তে এসকল অপরাধীরা যারা শুধু আজকের মামলার আসামি নয়, আগেরও হত্যা মামলার আসামি, নৌকার বিভিন্ন ক্যাম্পে মন্ত্রীর (একেএম এনামুল হক শামীম) সঙ্গে তাদের প্রকাশ্যে ছবি দেখা যাচ্ছে। আমি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, যদি প্রশাসন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এ সকল সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

সোমবার ১জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা কালে শরীয়তপুর-২ আসনের (ঈগল মার্কার) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী একথা বলেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের জন্য ৬টি বিষয় অগ্রাধিকার দেবেন বলে
ইশতেহারে ঘোষণা করেন।

স্মার্ট নড়িয়া, স্মার্ট সখিপুর মুক্তির কলরবে গর্জে উঠুক মানবতার জয়ধ্বনি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহারগুলো হলো- ১. সুশাসন, ২. যোগাযোগ ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন, ৩. স্মার্ট নড়িয়া সখিপুর বিনির্মান, ৪. আর্থসামাজিক মান উন্নয়ন, ৫. স্বাস্থসেবার মান উন্নয়ন, ৬. দক্ষ মানবসম্পদ উন্নয়ন। স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী নড়িয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বলেন, নড়িয়া-সখিপুরে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার দেখা গেছে তা আমার নির্বাচনী এলাকায় গত পাঁচ বছরে পরিপূর্ণভাবে দেখা যায়নি।

তিনি বলেন, বিগত ৫ বছরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দৃশ্যমান অবমনন ঘটেছে। মতামতের ভিন্নতা থাকায় নিজ দলের অনেককে বিনা কারণে জেলহাজতে যেতে হয়েছে। আমরা তার পরিবর্তন চাই। কারো মতামতের ভিন্নতার কারণে আমি আমার রাজনৈতিক ফায়দা হাসিল করতে কখনোই কাউকে হয়রানি করবো না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

এ সময় শরীয়তপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]