সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: ডা. খালেদ
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:১১ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী বলেন, আমাদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানে অপরাধীরা কোথায় আছে। প্রতি মুহূর্তে এসকল অপরাধীরা যারা শুধু আজকের মামলার আসামি নয়, আগেরও হত্যা মামলার আসামি, নৌকার বিভিন্ন ক্যাম্পে মন্ত্রীর (একেএম এনামুল হক শামীম) সঙ্গে তাদের প্রকাশ্যে ছবি দেখা যাচ্ছে। আমি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, যদি প্রশাসন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এ সকল সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।
সোমবার ১জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা কালে শরীয়তপুর-২ আসনের (ঈগল মার্কার) স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী একথা বলেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের জন্য ৬টি বিষয় অগ্রাধিকার দেবেন বলে
ইশতেহারে ঘোষণা করেন।
স্মার্ট নড়িয়া, স্মার্ট সখিপুর মুক্তির কলরবে গর্জে উঠুক মানবতার জয়ধ্বনি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহারগুলো হলো- ১. সুশাসন, ২. যোগাযোগ ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন, ৩. স্মার্ট নড়িয়া সখিপুর বিনির্মান, ৪. আর্থসামাজিক মান উন্নয়ন, ৫. স্বাস্থসেবার মান উন্নয়ন, ৬. দক্ষ মানবসম্পদ উন্নয়ন। স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী নড়িয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বলেন, নড়িয়া-সখিপুরে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার দেখা গেছে তা আমার নির্বাচনী এলাকায় গত পাঁচ বছরে পরিপূর্ণভাবে দেখা যায়নি।
তিনি বলেন, বিগত ৫ বছরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দৃশ্যমান অবমনন ঘটেছে। মতামতের ভিন্নতা থাকায় নিজ দলের অনেককে বিনা কারণে জেলহাজতে যেতে হয়েছে। আমরা তার পরিবর্তন চাই। কারো মতামতের ভিন্নতার কারণে আমি আমার রাজনৈতিক ফায়দা হাসিল করতে কখনোই কাউকে হয়রানি করবো না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।
এ সময় শরীয়তপুরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।