সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের   ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা জানুয়ারিতে   ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার   কিংবদন্তি ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ   বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত   যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন   এবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ঈগলের মিছিলে বোমা হামলা, আহত ২০
শরীয়তপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ২:২৭ এএম | অনলাইন সংস্করণ

শরীয়তপুর নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা করা হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর পক্ষে ঈগল মার্কার মিছিল বের করে কর্মী সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এর সমর্থকদের লোকজন বাঁধা দেয়। এতে মোস্তফা শিকদার, সুমন শিকদার এবং আরমান শিকদারের নেতৃত্বে আসাদুজ্জামান বিপ্লবের হুকুমে  মিছিলে অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে বলে জানান ঈগলের সমর্থকরা।

শনিবার (৩০ ডিসেম্বর) বাঁশতলা গ্রামে খালেদ শওকত আলীর সমর্থকরা ঈগল মার্কার প্রচারণায় যায়। সেইখানে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের সমর্থকেরা ২০-২৫টি ককটেল, রামদা, রড, দেশী ও বিদেশী অস্ত্রসহ হামলা চালায়। গুরুতর আহত হন নজরুল খলিফা তার ডান চোখ এবং ডান পা গভীর ভাবে জখম হয়, নজরুল ইসলাম বেপারীকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে, রশিদ চৌকিদার ও আব্দুর রহিমকে রড, রাম দা, দেশী ও বিদেশী অস্ত্র দ্বারা জখম করে। মোট ৫ জন গুরুতর আহত সহ আরও ২০ জন আহত হয়।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী অভিযোগ করে বলেন, আজকে বিকেল ৫টায় আমাদের ঈগল প্রতীকের পূর্ব নির্ধারিত গণসংযোগ মিছিলের কথা ছিল। সেটা নড়িয়া উপজেলার বাঁশতলা গ্রামে। মিছিলটি যখন শুরু হয় তখন অতর্কিত আমার কাছে এখন মনে হয় পূর্ব পরিকল্পিত  হামলা চালানো হয়। ২০-২৫ টা ককটেল বিস্ফোরণ করানো হয়। দেশি-বিদেশি অস্ত্রসহ রামদা, হাতুড়ি ছিল। তখন স্প্লেন্টার ছুটে গিয়ে আমাদের একটি ছেলের চোখে লাগে। এতে পাঁচজনের অবস্থা আশঙ্কজন। ২০ জন আহত হয়েছে। আমার মনে হচ্ছে তারা এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে করে ভোটাররা কম ভোট কেন্দ্রে আসে। কারন এখন তাদের পরাজয় কেবল মাত্র সময়ের অপেক্ষা। আমি বিশ্বাস করি ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসে তাহলে আমার জয় সুনিশ্চিত।

আহতরা হলেন নড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যুবলীগের সভাপতি নজরুল খলিফা (৪৭), মো. মন্নান বেপারী (৬৫), রশিদ চৌকিদার (৪৫) নজরুল বেপারী (৪০), সুমন মোড়ল (৩০), মহিউদ্দিন বেপারী (৩৮), আবদুর রহিম (৩৬) ও নজরুল ইসলাম সরদারের (৬০) পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন,ঈগল প্রতীকের সমর্থকরা নিজেরা নিজেদের হামলায় আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নৌকার সমর্থকরা কেউ এর এই ঘটনা ঘটায় নি। এ ঘটনার সঙ্গে নৌকার নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আমাদের সমর্থকরা কেউ ওই জায়গায় যায়নাই।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব বলেন, আমি ঘটনা শুনেছি। এ ঘটনার পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় ওই এলাকা পরিদর্শন করেছে। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]