প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৭:২৬ পিএম | অনলাইন সংস্করণ
ভারত রাশিয়া অনেক দিনের মিত্র রাষ্ট্র। দ্বিপাক্ষিক সফর তাদের নতুন নয়। তবে বিশ্ব মহলে এখন একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন সংঘাত নেড়ে দিয়েছে বিশ্ব মোড়লদের। এমন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, আমাদের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ায় দেখে আমরা অত্যন্ত আনন্দিত হব।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তার (মোদি) সফরের সময় আমরা স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক সব বিষয় নিয়ে এবং রাশিয়া ও ভারতের মধ্যকার বন্ধুত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারব।
পুতিনের সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে জয়শঙ্কর আগামী বছর মোদির সঙ্গে পুতিনের সাক্ষাতের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানান। পুতিন ও মোদির মধ্যে নিয়মিত যোগাযোগ আছে বলে এ সময় তিনি উল্লেখ করেন।
এস জয়শঙ্কর ৫ দিনের সফরে ২৫ ডিসেম্বর রাশিয়ায় গেছেন।