শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফরিদপুর-১ আসনে ঈগল প্রতীকের দোলনের গণসংযোগে জনতার ঢল
বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৪ এএম | অনলাইন সংস্করণ

ফরিদপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থনে সর্বস্তরের জনতার বাঁধভাঙা জোয়ার তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারের পথে পথে সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র এ প্রার্থী।

নির্বাচনী প্রচারের দশম দিনে বুধবার বোয়ালমারীর দাদপুর, কমলেশ্বরদী, পূর্ব ভাটদী, কোন্দারদীয়া, চিতার বাজার, সাতৈর ইউনিয়নের রামদিয়া, ময়না ইউনিয়নের ইচাখালী এলাকায় পথসভা ও গণসংযোগ করেন স্বতন্ত্র এ প্রার্থী।

সর্বস্তরের হাজার-হাজার জনতা ঈগল মার্কাকে সমর্থন জানিয়ে মিছিল সহকারে স্বতন্ত্র এ প্রার্থীর সঙ্গে যোগ দেন। দোলন প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিভিন্ন পথসভায় দেওয়া বক্তব্যে দোলন পবিত্র কাবা শরীফ ছুঁয়ে তাঁর শপথের কথা পুনর্ব্যক্ত করেন। বলেন, ‘আপনারা আমাকে এমপি বানালে বেতন-ভাতার এক টাকাও নিজের জন্য ব্যয় করবো না। ফরিদপুর-১ আসনের হতদরিদ্র মানুষের কল্যাণে বিলিয়ে দেবো।’
স্থানীয় জনতা দোলনের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচনে জয়লাভ করলে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে ভোটারদের আশ্বাস দেন স্বতন্ত্র এ প্রার্থী। পথসভায় স্থানীয় আওয়ামী লীগ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

দোলন বলেন, ‘আমি সবসময় সাধারণ মানুষের সম্মানের কথা বলি। শান্তির কথা বলি। উন্নয়নের কথা বলি। মানবিকতার কথা বলি। আমি এমপি নির্বাচিত হলে সকলের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে ফরিদপুর-১ আসনে প্রতিদিনই গণজোয়ার তৈরি হচ্ছে। এই আসনের তিন উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা দোলনের পক্ষে কাজ করার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।

কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দোলন ক্লিন ইমেজ, জনসমর্থন আর সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাসহ সব দিকেই এগিয়ে রয়েছেন। গত দুই দশক ধরে ফরিদপুর-১ আসনে নানান উন্নয়ন কর্মকাণ্ডের ফলে স্বতন্ত্র এ প্রার্থীর প্রশংসা লাখো মানুষের মুখে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]