প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ এএম | অনলাইন সংস্করণ
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি এলাকায় এই হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সোমবারের হামলায় আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার সরদার সায়েদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। সিরিয়া ও ইরানের সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন এই কমান্ডার।
কথিত হামলার বিষয়ে সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্যও জানা যায়নি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠ সিট জয়নাবে হামলায় রাজি মৌসাভি নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, সিরিয়ায় আইআরজিসির প্রবীণ উপদেষ্টাদের একজন ছিলেন তিনি। নিহত এই কমান্ডার আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ ছিলেন। ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলাইমানি।
তিনটি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও ইরানি কমান্ডারের নিহতের কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম নিয়মিত সংবাদ সম্প্রচার বন্ধ করে মৌসাভির মৃত্যুর খবর প্রকাশ করেছে।