প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ পিএম | অনলাইন সংস্করণ
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ট্রাক প্রতীকে কোনো চেয়ারম্যান ভোট চাইলে, তাকে পিঠমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলীয় মনোনীত (নৌকা) প্রার্থী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। নির্বাচনী কর্মী সভায় দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার রাতে বড়াইগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় আয়োজিত নির্বাচনী কর্মী সভায়
(নৌকা) প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেওয়ার হুমকি দিয়ে নৌকার কর্মী সমর্থকদের বলেন, নৌকা নিয়ে নির্বাচিত কোনো চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট চাইতে আসলে তাকে পিটমোড়া করে বেঁধে রাখার নির্দেশ নির্দেশ দেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। চলতি বছরের শেষের দিকে নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) উপনির্বাচনে নৌকা নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারো আওয়ামী লীগ তাকেই দলীয় প্রতীক নৌকা দিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বলতে শোনা যায় কোনো নৌকার মেম্বার, চেয়ারম্যান এসে ট্রাক মার্কার ভোট চাইলে তাকে পিঠমোড়া করে বেঁধে রাখবেন। কারণ মেম্বার, চেয়ারম্যান নৌকা নিয়ে নির্বাচিত হয়েছে। তাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।
এই আসনে মোট ৮জন প্রার্থী মাঠে থাকলেও প্রকৃতপক্ষে নৌকার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী মোবাইল ফোন না ধরায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন মোবাইল ফোনে বলেন, প্রার্থী নিজেই হুমকি দিচ্ছেন। বিষয়টি নির্বাচনী আচরণ বিধির পরিপন্থি। এর আগেও সিদ্দিকুর রহমানের লোকজন তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এখন হুমকি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করবেন।
বড়াইগ্রামের বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পিতা আব্দুল কুদ্দুস এই আসনে নৌকা নিয়ে পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। এক মেয়াদে প্রতীমন্ত্রীও ছিলেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে ভোটের মাঠে রয়েছেন তিনি। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্যই তারা নৌকায় না চড়ে ঐক্যবদ্ধ ভাবে স্বতন্ত্র প্রার্থীর ট্রাকে উঠেছেন। অথচ নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিভিন্ন ভাবে হুমকি দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।
সহাকারী রিটার্নিং কর্মকর্তা বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।