প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ২:৪০ পিএম | অনলাইন সংস্করণ
গত ১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে সংস্থাটির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন অভিযোগ তোলায় সিপিডির তীব্র সমালোচনা করে ওই টাকার সন্ধান চেয়েছেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সিপিডি অনিয়মের অভিযোগ তোলায় তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে। তারা বিস্তারিত তথ্য দিলে আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনবো।
সিপিডির রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই রিপোর্ট কে দিয়েছে? দেবপ্রিয়ই (ড. দেবপ্রিয় ভট্টাচার্য) দিক বা মুস্তাফিজই (অধ্যাপক মোস্তাফিজুর রহমান) দিক, আমার বক্তব্য হচ্ছে এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা টাকার সন্ধান দেন, আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই।
এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রতিক সংঘাতের বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্রের নামে যদি কেউ সংঘাত তৈরি করে, বিশৃঙ্খলা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা দলীয়ভাবে চাইবো। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখানে কে দলীয় প্রার্থী আর কে স্বতন্ত্র প্রার্থী সেটা আলাদাভাবে দেখার সুযোগ নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয়। তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাতের শঙ্কা দেখছি না। এসব বিশৃঙ্খলা-সংঘাতের বিষয়ে আমাদের সভানেত্রীর জিরো টলারেন্স।