মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেন, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ব্লক ধ্বংস করা হয়েছে।
কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফুটেজে কিছু শিশুকে রক্তাক্ত অবস্থায় ব্যাগে মুড়িয়ে বাইরে রাখতে দেখা গেছে।
ওই এলাকায় অসংখ পরিবার বসবাস করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আশরাফ।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কাছে জানতে চাওয়া হলে বিবিসিকে তারা বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইসরায়েল ও আরব মিডিয়া বলছে, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব পেশ করেছে মিসর।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে হামাস। এর জবাবে ওইদিনই পাল্টা হামলা করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওই পাল্টা হামলার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও ৫৪ হাজার মানুষ।