প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর ১৫তম আসরেনিয়েলসেন জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু।
গত শনিবার রাতে প্যান প্যাসিফিক – এ অনুষ্ঠিত হওয়া জমকালো একঅনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরাপেপার মিলস্ লিমিটেড এর চিফ সেলসঅফিসার, মোহাম্মদ মাসুদুর রহমান; হেড অফ ডিভিশন, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবেলিটি,মোহাম্মদ তৌফিক হাসান; হেড অফ মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দীন ও মার্কেটিং ম্যানেজার, ইমরানুল কবির।
‘বেস্টব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে বসুন্ধরা টিস্যুর অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সকল সদস্য ওশুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন হেডঅব মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, “বসুন্ধরা টিস্যু যাত্রার শুরু থেকেই গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ করেআসছে। আর এ কারণেইসবসময় ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে ব্র্যান্ডটি”।
উল্লেখ্য, নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারেরপৃষ্ঠপোষকতায় এ বছরের “বেস্টব্র্যান্ড অ্যাওয়ার্ড” আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ডফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাইকরতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণকরা হয়। দেশের সকলবিভাগ থেকে ভোক্তারা এইজরিপে অংশ নেন।