শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলায় 'এমভি হরিজন-৯'
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৯:০৬ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ

মেমেট্রোরেলের কংক্রিট পাইল এর প্রথম চালানের পন্য নিয়ে  মোংলা বন্দরে নঙ্গর করেছে পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ “এমভি হরিজন-৯”। শনিবার (২৩) ডিসেম্বর বিকালে জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ার পর পরই সন্ধ্যার পালা থেকে খালাস কাজ শুরু করে পন্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ এর প্রতিনিধিরা।

রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০শ পিচ পন্য খালাস শেষ হয়েছে। বাকিগুলো খালাস করতে সময় লাগবে দুই থেকে তিন দিন বলে জানায় আমদানীকারক ব্যাবসায়ীরা।

পন্য আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স এনশিয়েন্ট ষ্টিমশিপ কোম্পানী লিঃ’র প্রতিনিধিরা জানান, সরকারের বড় মেঘা প্রকল্প মেট্রোরেলের ১৪৪টি বগি ও মেশিন মোংলা বন্দর দিয়ে খালাস ও পরিবহন হয়েছে। আর এখন আসছে মেট্রোরেলের কংক্রিট পাইল। এবারের প্যাকেজে ৩ হাজার ১০০ পিচ মেট্রোরেলের পাইল ৬টি জাহাজ বোঝাই করে আনা হবে। তার মধ্যে একটি জাহাজ আসলো। এ জাহাজটি ১৪ ডিসেম্বর ভিয়েতনামের লং এন পোর্ট থেকে ৪৭৮ পিচে ৫ হাজার একশ মেট্রিক টন কংক্রিট পাইল বোঝাই করে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে “এমভি হরিজন-৯ নামের জাহাজটি। বন্দরের ৫ নম্বর জেটিতে নঙ্গর করে সন্ধ্যার পালা থেকে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করে খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রডার্স লিঃ এর প্রতিনিধিরা। রবিবার এ পর্যন্ত প্রায় দুইশ পিচ পাইল নামানো হয়েছে, বাকিগুলো খালাস করতে তিন থেকে চার দিন সময় লাগবে বলেও জানায় আমদানীকারক ব্যাবসায়ীরা। মালামালগুলো খালাস করে বার্জে বোঝাই করে নৌ-পথে ঢাকায় পাঠানো হবে বলেও জানায় তারা।

খামী-গুমী ফরোয়ার্ড ইন্টার ন্যাশোনাল কোম্পানী লিঃ এর ম্যানেজমেন্ট অফিসার উজ্জল কুমার পাল জানান, সরকারের এ বড় মেগা প্রকল্প মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে। আর এবারের কংক্রিটের পাইলগুলো যত্নসহকারে এ বন্দর দিয়ে খালাস করা হবে। এবার কংক্রিটের পাইল এর প্যাকেজে আরো ৩ হাজার ১শ পিচ কংক্রিট ৬টি জাহাজে আসবে, এবারের প্রথম জাহাজে ৪৭৮পিচ কংক্রিট পাইল আসছে-বাকিগুলোও পর্যাক্রমে আসবে। বন্দরের চেয়াম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় পন্যগুলো ভালবাবেই খালাস করতে পারবো।  

গত ৭ ডিসেম্বর মেট্রোরেলের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে খালাস করে বন্দর ত্যাগ করছিল “এমভি ফোনিক্স কোরাল” নামের বিদেশী জাহাজ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]