প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৭:৩২ পিএম আপডেট: ২৪.১২.২০২৩ ৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে অনাগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল খান। কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে অনুরোধও করেছেন অভিজ্ঞ এই ওপেনার।
ক্যারিয়ারের ভবিষ্যৎ ভাবনা নিয়ে গত মাসের শেষ দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেন তামিম। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছেন। তবে বোর্ড সভাপতি তাকে অনুরোধ করেছেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে আরেকটু অপেক্ষা করতে। বিসিবি সভাপতির জাতীয় নির্বাচনের ব্যস্ততা শেষে তারা আবার একসঙ্গে বৈঠক করবেন।
কেন্দ্রীয় চুক্তি করা হয় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের তত্ত্বাবধানে। এই কমিটির প্রধান জালাল ইউনুস রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আপাতত চুক্তিতে না রাখতে তামিম নিজেই অনুরোধ করেছেন তাদের।
তামিম আগেই আমাদের সঙ্গে আলাপ করেছে, আপনারা অনেকেই হয়তো জানেন না। নির্বাচকদের সঙ্গে সে কথা বলেছে, আমার সঙ্গে কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে তার বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের (জাতীয়) পরে। সেখানে হয়তো তার পরিকল্পনা নিয়ে সে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, কোন দিকে এগোবে। তার নিজস্ব পরিকল্পনা আছে। সে বলেছে, এর আগ পর্যন্ত যেন আমরা তাকে চুক্তিতে না রাখি।
এটাই সে চেয়েছিল এবং আমাদের জানিয়েছিল যে, এখন না রাখতে (চুক্তিতে)। পরবর্তীতে বসার পরে (বোর্ড সভাপতির সঙ্গে) পরিকল্পনা চূড়ান্ত করে সে জানাবে, কী করতে চাচ্ছে।
বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও চলতি নিউ জিল্যান্ড সফরেও তামিমকে দেখা যায়নি। আপাতত বিপিএল দিয়ে তিনি মাঠে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। বিপিএলে এবার বরিশাল বুলসের হয়ে খেলতে দেখা যাবে তাকে।