প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ এএম | অনলাইন সংস্করণ
ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডটির কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে চলমান সংঘাতে সাংবাদিকের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১-এ।
নিহত ওই সাংবাদিকের নাম আহমেদ জামাল আল মাধোউন। তিনি সংবাদ সংস্থা আল রাই এজেন্সির উপপরিচালক ছিলেন।
গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১০১ সাংবাদিকের প্রাণ গেল। নিহত ব্যক্তিদের মধ্যে আল–জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।
এছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
প্যারিসভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের উপমহাসচিব টিম ডসন আল–জাজিরাকে বলেন, গাজায় সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা ‘অস্বাভাবিক রকমের বেশি’। তিনি বলেন, ‘আর কোনো সংঘাতে এত বেশিসংখ্যক সাংবাদিকদের মৃত্যু আমরা দেখিনি।’