প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামীলীগ নেতারা যেন সর্বত্মিক চেষ্টা চালাচ্ছে যেন দেশকে ডিজিটালাইজড করা যায়। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। ব্যানার ফেস্টুন আর পোষ্টারে ছেয়ে গেছে পুরো দেশ। এবার স্মার্ট পোষ্টারের সংযোজন করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ সংসদীয় আসন থেকে নৌকা প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
প্রথমবারের মতো কোনো পোস্টারে যুক্ত করা হয়েছে কুইক রেসপন্স কোড বা ‘কিউআর কোড’।
নির্বাচনকে ঘিরে এরইমধ্যে নৌকায় ভোট চেয়ে ছাপা হয়েছে পোস্টার। নানকের ছবি সম্বলিত এসব পোস্টারে দেখা মিলেছে কুইক রেসপন্স কোড বা ‘কিউআর কোড’।
এই কোড মোবাইল ফোনের স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করলে ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রের তথ্য পেয়ে যাবেন।
আশপাশের আরও কয়েকটি নির্বাচনী এলাকায়ও প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। সে সব এলাকায়ও সাটানো হয়েছে পোস্টার। তবে তাতে এই ভিন্ন সংযোজন চোখে পড়েনি।