প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
৭ অক্টোবর ২০২৩ তারিখে ইসরাইলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস।হামাসের এই হামলায় প্রাণ হারান গ্যাড হাগাই নামে এক মার্কিনি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় মার্কিন নাগরিক গ্যাড হাগাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ খবর শুনে আমি ও জিল বাইডেন মর্মাহত।
শুক্রবার তিনি এ কথা বলেন।
হাগাই ইসরাইলি বংশোদ্ভূত আমেরিকান। তার বয়স ৭৩ বছর। প্রথমে মনে করা হয়েছিল, হামলার পর হামাস স্ত্রীসহ তাকে জিম্মি করেছে।
ইসরাইলি গণমাধ্যম হারেৎজের খবর অনুসারে, হাগাইয়ের স্ত্রী জুডিথকে গাজায় এখনো জিম্মি করে রাখা হয়েছে।
বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমরা হাগাইয়ের স্ত্রী চার সন্তান, সাত নাতি-নাতনি ও অন্য প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।
২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরাইলের হামলায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।