প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ যথারীতিই তাদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারছে না। ওয়ানডে সিরিজের গত দুইটা ম্যাচে কিউইদের কাছে পাত্তাই পায়নি বাংলার টাইগাররা। ওয়ানডে সিরিজে বাকি আছে একটি ম্যাচ আর এই ম্যাচেও যদি তারা হারে তাহলে পড়তে হবে হোয়াইটওয়াশের লজ্জায়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ কাপ্তান করলেন অসহায় আত্মসমার্পণ। হোয়াইটওয়াশ এড়াতে চাইলেন দোয়াও।
তৃতীয় ম্যাচের আগে শান্ত বলেন, ‘ব্যক্তিগত কয়েকটা পারফরম্যান্স হচ্ছে। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরনের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। আগামীকালের ম্যাচে ওটাই করার চেষ্টা করব। আর যেটা বললেন, আমরা আরেকটা হোয়াইটওয়াশের সামনে। দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’
নেপিয়ারে এর আগেও খেলেছেন শান্ত। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি। দলপতি বলেন, ‘এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারত আমার ব্যাটিং নিয়ে। তবে একজন ব্যাটার হিসেবে আমি প্রতিদিন রান করব বিষয়টা এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।’