প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম | অনলাইন সংস্করণ
হাসপাতালে এনজিওগ্রামে হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে বাফুফে সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তী ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিনের। চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। সালাউদ্দিনের পরিবার ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।
হৃদযন্ত্রের এই সার্জারী খুবই সংবেদনশীল ও ঝুঁকিপুর্ণ। সালাউদ্দিনের শারীরিক অবস্থা বিদেশে গিয়ে এই সার্জারী করানোর অনুকূলে নেই। তাই দেশেই এই সার্জারী সম্পন্ন হবে। সালাউদ্দিন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী সার্জারীর পর তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন।
সালাউদ্দিনের বর্তমানে বাফুফে সভাপতি হলেও তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথম সুপারস্টার। তার অসুস্থতার খবরে ক্রীড়াঙ্গন ছাড়াও দেশের নানা মহলে উৎকন্ঠা। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক এই ফুটবলার। এক দশক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনেকদিন পর আবার সেই হৃদযন্ত্রে সমস্যা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি আছেন।
১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির বয়স এখন প্রায় ৭০ বছর। এই বয়সেও বাফুফে, সাফ সামলানোর পাশাপাশি ব্যবসায়িক ও পারিবারিক অনেক বিষয়ে তার যথেষ্ট ব্যস্ততা।