প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
বর্তমান সময় হচ্ছে আইটি নির্ভর যুগ। কমিউনিকেশনে এযাবৎকালে সবচেয়ে বেশি বিল্পব সংঘটিত হয়েছে।হঠাৎ কোন কমিউনিকেশনের প্রয়োজন হলে আমরা চটপট আমাদের স্মার্ট ফোনটি বের করে নেই। আমাদের নিত্রদিনের যোগাযোগ ব্যবস্থায় যে অ্যাপটি আমাদের অতীব জরুরী হয়ে উঠেছে তা হলো হোয়াটসঅ্যাপ। তবে এগুলো সহজ হলেও কিছু কিছু ব্যাপার না জানলে বিঘ্নিত হতে পারে আমাদের গোপনীয়তা।
এসব ক্ষেত্রে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবেন। এতে আপনার অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখলে, কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না। অর্থাৎ আপনি অনলাইন থেকে অন্যকারও সাথে কথা বললেও কেউ জানতে পারবে না।
অনলাইন স্ট্যাটাস লুকানোর জন্য, আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে, এরপর প্রাইভেসি অপশনে যেতে হবে। এখানে আপনি লাস্ট সিন এবং অনলাইনের অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন।
সবার আগে আপনাকে আপনার শেষ দেখা স্ট্যাটাস নোবডিতে রাখতে হবে। এরপর অনলাইন স্ট্যাটাসও নিজে থেকেই নোবডি হয়ে যাবে। আপনি অনলাইনের জন্য একই সেটিংস বেছে নিতে পারবেন। যেভাবে আপনি লাস্ট সিনের জন্য বেছে নিয়েছেন।
এই সেটিংটি চালু করার পরে, কেউ আপনাকে অনলাইনে দেখতে পাবে না। আপনি যখন এই সেটিংটি চালু রাখবেন, তখন আপনি অন্যদের অনলাইন স্ট্যাটাসও দেখতে পারবেন না। ফলে অন্য কেউ অনলাইন আছে কি না, তা জানতে পারবে না। একইভাবে, আপনার প্রোফাইল ফটো, সম্পর্কে, স্ট্যাটাসের সেটিংস পরিবর্তন করলে আপনি যাকে যাকে কোনো স্ট্যাটাস দেখাতে চান না, তা লুকোতে পারবেন। আর নিজের মতো করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।