প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৭ এএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ ডিসেম্বর পেকুয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিজের অনুসারীদের নিয়ে আয়োজিত এক সভায় দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন জাফর। তার এ বক্তব্যটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটি আগামী সাতদিনের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ বরাবর কারণ দর্শাতেও বলা হয়েছে। অন্যথায় স্থায়ী বহিষ্কারের জন্য দলের হাই কমান্ড বরাবর সুপারিশ করা হবে।