প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ পিএম | অনলাইন সংস্করণ
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের নির্বাচনের মাঠে নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে প্রথমবার নির্বাচনে অংশ নেয়া এই প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ থেকে জমা, যাচাই-বাছাইয়ে এবং প্রতীক বরাদ্দের দিনেও রংপুর আসেননি জিএম কাদের। তিনি এখন প্রচারণার মাঠেও নেই। রংপুরের মানুষ বারবার জাতীয় পার্টিকে ভোট দিয়ে প্রতারিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে রংপুরের কৃষিকে এগিয়ে নিতে কাজ করবেন বলেও তিনি জানান।
আনোয়ারা ইসলাম রানী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানুষ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। নির্বাচনে আসতে চায় না। কিন্তু আমি যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের একটাই কথা, এবার ভোটকেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কেবল রানী আপাকে ভোট দিতেই কেন্দ্রে যাবো। মানুষের মাঝে একঘেয়েমি এসেছে। তারা এখন পরিবর্তন চাচ্ছে। এবার নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ রংপুরের উন্নয়নে ২১টি প্রস্তাবনা বাস্তবায়নে জোর দেওয়া হবে।
এসময় রানী বলেন, জাতীয় পার্টি ঘুঘুর মতো বারবার এখানে এসে ধান খেয়ে চলে গিয়েছে। তারা রংপুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এবার আর মানুষ সে যুযোগ দেবে না।
নির্বাচনে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বি ভাবছি না। ভোট মানুষের মনের ব্যাপার। আমি মানুষের মনে যে জায়গা করে নিতে পেরেছি, সেটা অনেক বড় বড় দলের প্রার্থীরাও করতে পারেনি। তাই আমি কাউকে প্রতিদ্বন্দ্বি ভাবছি না।
রংপুর-৩ আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ সহিদুল ইসলাম (মশাল) এবং ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।