প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জনগণ বিএনপির সম্পর্কে জানে। তাদের ডাকে জনগণ কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলে মনে করেন তিনি। জনগণ সময়মতো সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে সময়মতো ভোট দেবে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধের সঙ্গে অসহযোগ আন্দোলনের ডাক নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির এত নাশকতার পরও মানুষ যখন নির্বাচনমুখী হয়েছে, উৎসবমুখর পরিবেশের দিকে যাচ্ছে, সারাদেশে যখন ভোটের আমেজ তৈরি হয়েছে, তখনই তারা আবার অসহযোগ আন্দোলন করছে। আমার প্রশ্ন, যারা এ অসহযোগ আন্দোলন করছে, তাদের বাসার বিদ্যুৎ যদি চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়, যেহেতু তারাই চাচ্ছে, বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যাক, সরকার অচল হয়ে পড়ুক, তাহলে কী হবে? তারা কি বুঝতে পারছেন, গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ সাধারণ জনগণের ক্ষেত্রে যা করে, তাদের ক্ষেত্রেও তা করবে। তাহলে কী হবে? সেটিও তাদের চিন্তায় আনা উচিত।
এদিকে এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চারদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২ ও ২৩ ডিসেম্বর) টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।