প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা মঞ্চে তিনি উপস্থিত হন। এ সময় হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানান।
সভায় সভাপতিত্ব করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। এর আগে সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগের ৪ জেলা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। দলীয় সভানেত্রীর নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দিতে মিছিলে মিছিলে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। নগরের বিভিন্ন সড়কে ছোট-বড় মিছিল নিয়ে নৌকার স্লোগান দিয়ে জড়ো হচ্ছেন তারা।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভিড় করেছেন। লিফলেট বিতরণ করছেন। কেউ কেউ পুরো শরীরজুড়ে নৌকা প্রতীক এঁকেছেন, কেউবা ছোট ছোট রঙিন নৌকা বানিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শেখ হাসিনার পক্ষে 'উন্নয়নের মার্কা নৌকা' বলে স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্সে বেলা সাড়ে এগারটার দিকে ঢাকা থেকে সিলেটের ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)মাজার জিয়ারত করেন ।