শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপিকে ছাড়াও নির্বাচনঅংশগ্রহণ মূলক হবে: সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৭:১১ পিএম | অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা দোহারে প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তবে শান্তিপূর্ণ হবে কিনা তার নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ, বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।

সালমান এফ রহমান দাবি করেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই, আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে।

তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী। সেইসঙ্গে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তার নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনার কথাও জানান। বলেন, দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন। প্রবাসীরা দেশে ফেরত আসলে কী করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন। তারা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করবো। কিংবা বিদেশে যাওয়ার সময় তারা যেন দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারেও সহযোগিতা করা হবে।

একইসঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন সালমান এফ রহমান।

তিনি বলেন, দোহার- নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিলো নদীভাঙন। যা প্রতিরোধে ইতিমধ্যে কাজ শুরু করতে পেরেছি। এটা শেষ হলে এ এলাকার মানুষদের স্থায়ী সমস্যার সমাধান হবে। এছাড়াও আপনাদের সবার দাবি ছিলো এলাকায় গ্যাস সংযোগ, সেটাও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে। তাছাড়াও কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে পুনরায় নির্বাচিত হলে সব কাজ সম্পূর্ণ করা হবে।

সালমান এফ রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নবাবগঞ্জ ও দোহারকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) লিফলেট বিতরণের মধ্য দিয়ে ঢাকা-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান। সকাল থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেন সালমান এফ রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় সব শ্রেণি পেশার ভোটারদের সুখ দুঃখের কথা শুনতে চান বর্তমান সংসদ সদস্য। তাকে কাছে পেয়ে নিজেদের কথা বলতে থাকেন এলাকার সাধারণ মানুষ।

সালমান এফ রহমান গ্রামের রাস্তায় গেলে সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। আর স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন দলীয় নেতা কর্মীরা। এ সময় তিনি মানুষের কাছে তার সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]