প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের সংসদীয় ১১টি আসনে ১৯জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন রোবববার রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা তাদের প্রার্থীতা প্রত্যারপত্র জমাদেন।
এরমধ্যে জাকের পার্টি মনোনীত সাতজন, জাসদ মনোনীত ছয়জন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের একজন, স্বতন্ত্রপ্রার্থী তিনজন এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে জাতীয় পার্টির সালাউদ্দিন আহম্মেদ মুক্তি ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাতীয় পার্টির ফখরুল ইমামকে মহাজোটের প্রার্থী করায় নৌকা মনোনীত দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
অপরদিকে ঋণ খেলাপির অভিযোগে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থীতা বাতিল করা হয়েছে। ১১টি সংসদীয় আসনে ৬৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।