প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম | অনলাইন সংস্করণ
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মাধ্যমে গড়ে উঠবে আগামী দিনের নতুন বিশ্ব। তাই ইসলাম শিশুকে স্নেহ, মমতা, আদর, যতœ দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা গ্রহণ করে শিশুরা প্রকৃত মানুষ ও সুনাগরিক হিসেবে করে উঠতে পারে-এই মতাদর্শে লালমনিহাট জেলা শহরের হাড়িভাঙ্গায় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে আদর্শ ইসলামিক মডেল স্কুল।
এই স্কুলের প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইসলামিক পরিবেশে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ও কোরআন পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এখানকার ছাত্র-ছাত্রীরা পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার সাথে প্রি-হেফজ সম্পন্ন করছে। পাশাপাশি ক্যাডেট ভর্তি উপযোগী জন্য গড়ে উঠছে। যাতে করে এখানকার শিক্ষার্থীরা যেকোনো ক্যাডেট কলেজ বা কোন মাদ্রাসা বা অন্য কোন মাধ্যমে পড়ালেখা করতে সক্ষম হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ এম. এরশাদুল হকের সাথে কথা হলে তিনি বলেন, আমরা বাচ্চাদের এমন কিছু দিচ্ছি যা অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা। বাংলা, ইংলিশ এর পাশাপাশি আরবি থাকছে। বাচ্চাদের মেধা যাচাইয়ের পর এক্সট্রা কেয়ার করা হচ্ছে। আরবি ও জেনারেল সিলেবাস এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক দ্বারা টিচিং দেওয়া হচ্ছে। স্কুলের নিজস্ব শেড খাতায় শিক্ষার্থীদের সুন্দর ঝকঝকে হাতের লেখা শেখানো হয়।
সরেজমিনে দেখা যায়, বর্তমান প্রতিষ্ঠানে নূরানী, নাজেরা ও হেফজ শাখাসহ প্লে থেকে ৮ম শ্রেনি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে।এই স্কুলের শিক্ষা পদ্ধতি, নিয়মনীতি এবং সব কিছুতেই ব্যতিক্রমের ছোঁয়া। মাতৃছায়ার পরশে পাঠদান ও রয়েছে শিশু বান্ধব পরিবেশ।