প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:২৫ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ‘আরব বসন্ত’ ঘটাতে পারে- গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্য নাকচ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়া কি বলেছে সেটা আমাদের ইস্যু হতে পারে না। এটা তাদের বিষয়, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম দেশ।’
রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার নেতৃত্বে এই গণতন্ত্র সমুন্নত আছে। এখানে ‘আরব বসন্তের কোনো সুযোগ নেই।’
৭ জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের মত করে চলব। গণতন্ত্রের কারণেই এত উন্নয়ন করতে পেরেছি। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সুযোগের দেশ।’
‘৫২ বছরে বাংলাদেশের অর্জন: আগামী দশকে এই অঞ্চলে এবং বাইরে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এই আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পাশাপাশি বক্তব্য দিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।