প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:৫২ পিএম আপডেট: ১৭.১২.২০২৩ ১:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
নাটোর-২ (সদর) আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পক্ষে বিজয় দিবসের এক অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুম নির্বাচনী আচরণবিধি ভেঙে স্বতন্ত্র প্রার্থী পক্ষে কাজ করলে হুমকি দিয়ে বলেছেন, ‘কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে এমন জায়গায় মারবো, কাউকে দেখাতে পারবেন না।’ এছাড়া যে বা যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এজেন্ট দিবে, তার বা তার পরিবারের কোনো ক্ষতি হলেও দায় নিবেন না। এমন হুমকি দিয়ে নিজের ফেসবুক ওয়াল থেকেই লাইভ দিয়েছেন মাসুম। যার লিংক (https://www.facebook.com/riazulislammasum.bd/videos/1357377001809031)।
বিতর্কিত এমপি শিমুলের ক্যাডার খ্যাত মাসুমের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার সাথে সাথেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ ভোটার থেকে শুরু করে আওয়ামী লীগেরই একাধিক নেতাকর্মী।
এরআগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি নরসিংদী-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়া জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সেক্ষেত্রে মাসুমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে পুলিশের ওপরও সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকতা আব্দুল লতিফ শেখ জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।