প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৩:৪২ পিএম | অনলাইন সংস্করণ
উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে কটূক্তি করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন তিনি।
আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান বলেন, আবেদনে তাকে আদালতে সশরীরে হাজির করে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মো. মুজিবুল হক চুন্নু বলেন, উচ্চ আদালতে সবচেয়ে বেশি প্রয়োজন ব্রিলিয়ান্ট লোকদের বিচারপতি হওয়া, কিন্তু সেখানে সবচেয়ে অযোগ্য লোক বিচারপতি হন। মেট্রিক থার্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট থার্ড ডিভিশন, বিএ থার্ড ডিভিশন, সেন্ট্রাল ল কলেজে কোনোমতে টাইন্না-টুইন্না নাইটে পাস, সেও বিচারক।
এ সময় বিচারকদের নিয়োগ প্রক্রিয়া, প্রবণতা ও দুর্নীতি ছাড়াও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।