প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ আসনে (বদরগঞ্জ -তারাগঞ্জ) প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানি শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। শুনানি শেষে সুমনা আক্তার লিলির মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় লিলির কর্মী-সমর্থকরা।
মনোনয়ন বৈধতার বিষয়টি নিশ্চিত করে সুমনা আক্তার লিলি বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের ওপেন করে দেওয়ার কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।বাকিটুকু আল্লাহর ইচ্ছা।নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করবো।সেই সঙ্গে বেকার সমস্যা দূর করণ,মাদকমুক্ত যুব সমাজ গড়তে কাজ করবো।
তিনি আরও বলেন, আমার বিশ্বাস রংপুর ২ আসনের মানুষ আর ভূল করবে না।৭ জানুয়ারি ভোটাররা তাদের কাঙ্খিত রায় দিবে।এবং এই আসনটি বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চাই স্বতন্ত্র প্রার্থী হয়েও আমি।