প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
তীব্রটেক এই চলতি বছর থেকে একচেটিয়া সোলার সলিউশন সিস্টেম ব্যবসায় সক্রিয় রয়েছে। এর পণ্য ও পরিসেবার ধরণ শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান। সমস্ত সরঞ্জাম চীনের উচ্চমানের ব্র্যান্ড। প্রতিটি আইটেমের ধরণ ও কনফিগারেশন মান ভেদে ৫-১২ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা রয়েছে। তীব্রটেক ব্যাপকভাবে সরকারের সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি খাতেও কাজ করে। শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের জন্য অন-গ্রিড এবং হাইব্রিড সিস্টেম- উভয় সোলার ব্যবস্থা রয়েছে। অন-গ্রিড সিস্টেমের মধ্যে রয়েছে সোলার মডিউল, ইনভার্টার ও ফিড-ইন পয়েন্ট এবং হাইব্রিড সিস্টেমের মধ্যে রয়েছে মডিউল, সোলার ইনভার্টার, ব্যাটারি ব্যাঙ্ক এবং চার্জার। এটি লাইফ পিও৪ ব্যাটারি সলিউশন নিয়ে এসেছে, যা সোলারের জন্য সেরা ব্যাকআপ পরিসেবা নিশ্চিত করে।
প্রকৃতপক্ষে, তীব্রটেক সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে চমৎকার গ্রাহক সেবাকে অগ্রাধিকার দেয়। তাদের প্রতিভাবান পেশাদারদের দল দ্রুত ফলাফল প্রদানের কাজে নিবেদিত। এছাড়াও, চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী সুলভ মূল্যে তীব্রটেক এর তৈরি করা স্যলুশন সিস্টেম অত্যন্ত প্রশংসনীয়। তীব্রটেকের অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে: এলভি সুইচগিয়ার সলিউশন, মোটর কন্ট্রোল সলিউশন, অটোমেশন সলিউশন, এনার্জি ম্যানেজমেন্ট সলিউশন এবং ফিল্ড মেজারমেন্ট ডিভাইস। এই সবগুলো অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যা স্থায়িত্ব এবং ভবিষ্যৎ লাভের নিশ্চয়তা দেয়।
গ্রো ওয়াট, সোলারক্যারী এবং গিভেনলিক ব্র্যান্ডের ডিভাইসগুলো ক্রেতা সাধারণের সামনে সরাসরি প্রদর্শন করল তীব্রটেক৷ সেমস গ্লোবাল আয়োজিত ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোতে তীব্রটেক অংশ নেয়, যা ঢাকার আইসিসিবি কনভেনশন সিটি হল ১, বসুন্ধরায় (৭-৯) ডিসেম্বর, ২০২৩ এ অনুষ্ঠিত হল।
জনাব শারফুল ইসলাম প্রতিষ্ঠাতা হিসাবে কোম্পানির যাবতীয় ব্যবসার দেখভাল করছেন। তীব্রটেকের প্রধান কার্যালয়- বাড়ি ৪৭ (নিচ তলা), রাস্তা ৫, সেক্টর ১১, উত্তরা, ঢাকা ১২৩০। পণ্য ও সেবা নিয়ে সম্পূর্ণ বিবরণের জন্য ওয়েবসাইট দেখুন: www.teebrotech.com.bd