প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৪:২৩ পিএম | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ টাকা গোনা হয়েছে।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। মসজিদটির দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া যায়। এখনো চলছে গণনার কাজ। ২২০ জনের একটি দল গণনার কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম।
তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ টাকা পাওয়া গেছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সর্বশেষ দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায়, রেকর্ড পরিমাণ ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।