প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করেছেন ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। এর আগে তাকে সুপ্রিম কোর্ট বার বিল্ডিং থেকে বের করে দেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এদিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি ব্যারিস্টার শাহজাহান ওমর।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেতা। তিনি কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন তিনি।
তবে সুপ্রিম কোর্ট প্রশাসন বলছে ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেসময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।
এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে