আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা রির্টানিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে মোট ৩৭ জন প্রার্থী তাদের মোনয়নপত্র জমা দেন। এর আগে বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত ফিরোজ আহমেদ স্বপন, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম মুজিবুর রহমান, জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য সৈয়দ দিদার বখত, তৃণমূল বিএনপির তুমি ইসলাম, মুক্তি জোটের মোহাম্মদ আলমগীর, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম।
সাতক্ষীরা সদর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগের স্বতন্ত্র বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মনোনীত জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, ন্যাশনাল পিপলস পার্টির আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন, ওয়ার্কার্স পার্টির মো. তৌহিদুর রহমান, বিএনএম-এর কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী, মুক্তি জোটের মো. আব্দুল আজিজ।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন প্রার্থী। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের মনোনীত শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হামিদ, জাকের পার্টির মোহাম্মদ মঞ্জুর হাসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির আপিল হোসেন।
সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আটজন প্রার্থী। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত এস এম আতাউল হক দোলন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত এইচ এম গোলাম রেজা, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শেখ একরামুল, জাতীয় পার্টির মাহবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।
জেলা রিটানিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবির জানান, নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে সাতক্ষীরার ৪টি আসনের ৩৭ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামীকাল (১ ডিসেম্বর) থেকে চার ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ছয় থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।