প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ২:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী যেখানে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছে, সেখানে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়েছেন।
বুধবার নরসিংদী ক্লাবে সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরুর পক্ষে মত বিনিময় সভায় আহসানুল ইসলাম রিমন বলেন, 'আমরা স্বতন্ত্র ততন্ত্র বুঝি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। স্বতন্ত্র প্রার্থী বা তার লোকজনকে সদর আসনে কোথাও পেলেই মাইর দেয়া হবে।"
ইতিমধ্যেই নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে।
বিষয়টি নিয়ে পুরো নরসিংদী ১ আসনেই চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। রিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককেও বিষয় টা জানানো হয়েছে।
রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে স্বতন্ত্র প্রার্থীরা জেলা পুলিশের হস্তক্ষেপও কামনা করেছেন।
এ বিষয়ে আহসানুল ইসলাম রিমনকে ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।