প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৯:৩৯ পিএম আপডেট: ২৮.১১.২০২৩ ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহীরা। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন।
মঙ্গলবার পর্যন্ত তাঁরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।
ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। কিন্তু ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন নিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এ ছাড়া ঢাকার ২০টি আসনের মধ্যে আওয়ামী লীগের মনোনীত ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।