প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ১:১১ পিএম | অনলাইন সংস্করণ
ভোট দিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের জনগণ। নয়াদিল্লিতে বিভিন্ন দেশের মিশন প্রধানদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
গত শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু হলে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সমকালীন পরিস্থিতি তুলে ধরেন তিনি। এ সময় প্রায় ৯০টি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক।
এর আগে বিকেলে হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে অংশ নেন সচিব মাসুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন মাসুদ বিন মোমেন। বিভিন্ন ভূ-রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন তিনি।
এসময় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।
‘আমরা অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পাই’ উল্লেখ করে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের জনগণ এ উৎসব উদযাপন, পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
মাসুদ বিন মোমেন নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিকদের সমর্থন আশা করেন। উদ্যোগটি এই অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।