প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তৃণমূল বিএনপি গতকাল বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে।
জানা জায়, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন থেকে ৮জন প্রার্থী তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সরবরাহ করা হয়। বৃহস্পতিবার ২৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর তোপখানা রোডস্থ পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
দলীয় সুত্রে জানা যায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সুমি ইসলাম ও আনারুল ইসলাম। সাতক্ষীরা-২ (সদর) আসনে মোস্তফা ফারহান মেহেদী। সদর আসন থেকে তিনি এককভাবে মনোনয়ন প্রত্যাশী। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে নাদিমুল ইসলাম মাহমুদ এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসন থেকে বিশিষ্ট সার্জন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী, আব্দুস সাত্তার এবং মোঃ মিজানুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন।
শনিবার (২৫ নভেম্বর) তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এসময় সাতক্ষীরার মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে। ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ৪০৩ টি মনোনয়ন ফরম বিক্রি করে তৃণমূল বিএনপি।