গাজীপুর সিটি মেয়র জায়েদার নির্বাচন বাতিলের মামলার বাদীকে কোর্টের সামনে থেকে অপহরণ
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে করা মামলার বাদী আতিকুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় হাজিরা দাখিল করতে যাওয়ার পথে গাজীপুর জজ কোর্টের গেট থেকে অজ্ঞাত একদল লোক অপহরণ করে নিয়ে গেছে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. নূরনবী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমার সামনে থেকেই অজ্ঞাত একদল লোক আতিকুল ইসলামকে গাজীপুর জজ কোর্টের গেট থেকে অপহরণ করে নিয়ে যায়।’
আতিকুল ইসলাম নিবন্ধিত রাজনৈতিক দল গণফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ গণফ্রন্ট এর মনোনয়ন নিয়ে মাছ প্রতীকে নির্বাচন করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে গণফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আতিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার মুন্নি ও বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. নূরনবী সরদার বৃহস্পতিবার বেলা ২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে থানার কর্তব্যরত কর্মকর্তা সাধারণ ডায়েরি বা অভিযোগ গ্রহণ না করে বিষয়টি তদন্ত করার জন্য সাব ইন্সপেক্টর সৈয়দ বায়েজিদকে দায়িত্ব দেন।
আতিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার মুন্নি বলেন, ‘সদর থানায় গেলে উপস্থিতি খাতায় আমার স্বাক্ষর নেওয়া হয়। কর্তব্যরত কর্মকর্তা আমার সব কথা শুনেও অভিযোগ গ্রহণ না করায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সদর থানার সাব ইন্সপেক্টর সৈয়দ বায়েজিদ গতকাল বলেন, ‘ডিউটি অফিসার আমাকে ফোনে তদন্ত করতে বলেছেন। বিষয়টি আমি দেখছি।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেঠোফোনে বলেন, ‘এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি।’
প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ স্বতন্ত্র মেয়র প্রার্থী ও পরে বিজয়ী জায়েদা খাতুন মিথ্যা ও অসম্পূর্ণ তথ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন উল্লেখ করে নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনী ট্রাইব্যুনালে গত ৪ জুলাই ২০২৩ মামলা দায়েরে করেন। মামলায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ ২৭ এপ্রিল ২০২৩ তারিখে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের দাখিলকৃত এবং ৩০ এপ্রিল ২০২৩ তারিখে যাচাই-বাছাইয়ে অবৈধ ও প্রতারণামূলকভাবে মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, মনোনয়নপত্র বাতিল এবং ২৫ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের আবেদন করা হয়।