রাজনীতির ময়দানে এক অনন্য ব্যক্তিত্বের নাম খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। অত্যন্ত সৎ ও সদালাপী, দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত, নির্লোভ, নিরহংকারী প্রাণবন্ত একজন সাদা মনের মানুষ খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। প্রধানমন্ত্রী বঙ্গরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুগত ও বিশ্বস্ত ব্যক্তিত্বের নাম খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ধর্ম বিষয়ক উপ কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই বরেণ্য ব্যক্তিত্ব পারিবারিক ভাবেই প্রতিষ্ঠিত।
খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর বাবা মরহুম আলহাজ্ব খন্দকার মওলানা মোবারক আলী (রঃ) ফরিদপুর জেলার একজন ক্ষণজন্মা সনামধন্য নিবেদিত প্রাণ আলেমেদ্বীন। তিনি ছিলেন বৃহত্তর ফরিদপুর পিটিআই এর সুপরিচিত শিক্ষক ছিলেন। ফরিদপুর চক বাজার জামে মসজিদ, ফরিদপুর মুসলিম মিশন,সাবজান নেছা মহিলা আলিয়া মাদ্রাসা,বায়তুল মোকাদ্দেম মসজিদ ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। বিসমিল্লাহ শাহ দরগাহ আলীয়া মাদ্রাসা, পশ্চিম খাবাসপুর শাহ আব্দুর রহমান ওয়াকফ স্টেট, জহুরা বেগম উচ্চ বিদ্যালয়, রিয়াজ উদ্দিন হাইস্কুল, ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসা, পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদ (বর্তমান মডেল মসজিদ), হাড়ুকান্দি জলিলের মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, হাড়ুকান্দি আব্দুলের জামে মসজিদসহ প্রায় ৪১টি মসজিদ, অসংখ্য মাদ্রাসা, স্কুল, মক্তব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও স্থাপন করেন।
আজও তার ভক্তদের ও হাজার হাজার ছাত্র ছাত্রীদের মাঝে যারা বেঁচে আছেন তাদের অতি আপন ও শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ওস্তাদজীদের মধ্যে তিনি অন্যতম! এছাড়াও ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় অসপ্রদায়ীক চেতনার একজন বিজ্ঞ প্রজ্ঞাবান এই আলেমেদ্বীন অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করেন। তারই সুযোগ্য সন্তান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। খন্দকার গোলাম মওলা নকশেবন্দী একজন ধর্মভীরু ও প্রখ্যাত আলেমে দ্বীন। বহুভাষী ইসলামিক স্কলার হিসেবে দেশে বিদেশে অগনীত স্থানে ইসলাম প্রচার করেছেন খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের গুরুত্বপূর্ণ সরকারি ইসলামী প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন এর দীর্ঘ ১২ বছর ধরে সুনাম ও সুখ্যাতির সাথে সম্মানিত গভর্ণর এর দায়িত্ব পালন করেছেন এবং ফরিদপুর দুস্থ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। প্রকাশ, আন্তর্জাতিক সংস্থা দি হলি কোরআন মিশনের সম্মানিত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ। নিজ হাতে লিখা প্রায় ১৫ টি বই লিখেছেন এই জ্ঞানে গর্বে ভরা ব্যক্তিত্ব খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সর্বত্রই গ্রহণযোগ্যতা ও পরিচিতি রয়েছে খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর।
এমন একজন ব্যক্তিকে যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় তাহলে ফরিদপুরবাসী এই প্রথম একজন আলেমে দ্বীনকে পাবেন জনপ্রতিনিধি হিসেবে। ফরিদপুরবাসী একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান, বিচক্ষণ, নির্লোভ, ন্যায় নীতিবান একজন প্রতিনিধি পাবেন বলে অনেকেই মনে করছেন।