প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯:১৫ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানকে মাগুরায় মনোনয়ন দেওয়া হচ্ছে না। ঢাকা-১০ আসনে তাকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন সাকিব। এ সময় দফতর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা।
উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে মঙ্গলবার দুপুরে ফরম জমা দেন সাকিব। নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফরম বিক্রির প্রথম দিন শনিবার এসব আসনের মনোনয়ন ফরম কেনেন তার এক স্বজন।
এদিকে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মনোনয়ন ফরম তুলবেন সাকিব। তবে শেষ পর্যন্ত তিনি কেনেননি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তাকে প্রার্থীও করে আওয়ামী লীগ। মাশরাফি এবারও একই আসন থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছেন।