প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৩:৪২ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
বুধবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিও বের সঙ্গে বৈঠক করেন রুমিন।
বিএনপির একটি সূত্র জানায়, গুলশানের সিক্স সিজন্স হোটেলের ১৩তলায় অবস্থিত একটি রেস্তারাঁয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে রুমিন ফারহানা একাই অংশ নেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। মার্কিন দূতাবাসও এ বৈঠকের ব্যাপারে সংবাদমাধ্যমে কিছু জানায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ ছাড়েন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নির্বাচন নিয়ে তিনি বেশ সরব ভূমিকায় ছিলেন।
হঠাৎ তার দেশ ছাড়ার ব্যাপারে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়।