শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কেরানীগঞ্জে পুলিশের সামনেই ঘুরে বেড়ায় ২০ মামলার আসামি মিন্টু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ২:১৪ পিএম | অনলাইন সংস্করণ

কমপক্ষে ২০ মামলার আসামি, তার বিরুদ্ধে  একাধিক গ্রেফতারি ওয়ারেন্ট থাকলেও পুলিশের সামনেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কেরানীগঞ্জের সন্ত্রাসী ও থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিন্টু। সর্বশেষ রাজধানীর কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কদমতলীর মোরে, ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের  জেরে সন্ত্রাসী হামলা ৫ লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় মামলা হলেও ওমর ফারুক মিন্টুকে গ্রেপ্তার করছে না পুলিশ। 

খোঁজ নিয়ে জানা গেছে, কেরানীগঞ্জে বাসাবাড়ির কাজের জন্য ইট, বালু, সিমেন্ট নিতে হলেও ওমর ফারুক মিন্টুকে চাঁদা দিতে হয়। তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের নিরবতার পাশাপাশি স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতাও রয়েছে। কেরানীগঞ্জের মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজির অন্যতম হোতা এই ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করায় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও জানা গেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন-অর রশীদ জানান, গত ২১ অক্টোবর, শনিবার রাত ২টার দিকে উপজেলার হযরতপুর কানাচর কদমতলি এলাকায় মারামারি ঘটনা ঘটে।

আহত হাজী আব্দুল কাদির ও তার ছেলে মাহফুজুর রহমান, মামুনুর রহমান, রিপন, তার ভাতিজি রিনা বেগম, ভাবি মনোয়ারা বেগম ও ভাতিজা আলমগীর হোসেন, সুমন বলে জানা যায়।

ওমর ফারুক মিন্টু, সালাউদ্দিন সুজন, সাদ্দাম হোসেন জুয়েল, আসাদুল, মুক্তার, বাদল, ইমন, আলেক, সালমান ও আলামিনসহ ২০জনের নাম উল্লেখ করে ২৪ অক্টোবর, বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন আবদুল কাদির। তিনি জানান, আমার ভাতিজা আলমগীর হোসেন ড্রেজার দিয়ে বালুভরাটের ব্যবসা করে। সে ব্যবসাকে কেন্দ্র করে কানারচরের আলোচিত সন্ত্রাসী আসামি ওমর ফারুক মিন্টুর সঙ্গে শত্রুতা চলছিল দীর্ঘদিন ধরে। ভাতিজা আলমগীরকে ওমর ফারুক মিন্টু, সালাউদ্দিন সুজন, সাদ্দাম হোসেন জুয়েল মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ২১ অক্টোবর, শনিবার রাত ২টার সময় কেরানীগঞ্জের ইটাভারা ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশের নদীতে ভাতিজার ড্রেজার মেশিনে ওমর ফারুক মিন্টু নেতৃত্বে একদল সন্ত্রাসী রাতে আঁধারে হামলা চালায়। এবং পরবর্তীতে ২৩ অক্টোবর হযরতপুর কানারচর কদমতলী মোড়ে একটি মুদি দোকানের বসে থাকতে দেখে পাকা রাস্তায় উপরে এনে এলোপাথারি মারধর শুরু করে। তখন ওমর ফারুক মিন্টু তার হাতে থাকা রামদা দিয়ে আমার (আব্দুল কাদির) মাথায় আঘাত করে। আমার ছেলেদের ও বোন বাঁচাতে আসলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। এসময়ে আশেপাশের লোকজন তখন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়া পালিয়ে যায়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। আব্দুল কাদির আরও জানান, ঘটনাস্থলে এসেও রহস্যজনক কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি।

এদিকে, পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় ড্রেজার ব্যবসা নিয়ে একই গ্রামের আলমগীর ও মিন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ওসি মামুন-অর রশীদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বিষয়টি তদন্ত করছে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম। পরবর্তীতে মামলাও নেয়া হয়েছে। এখন আসামিদের গ্রেপ্তারেও সক্রিয় রয়েছে পুলিশ। 

তবে একাধিক মামলার আসামি ও কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিন্টুকে ফোন করলে তার ব্যবহৃত নাম্বার বন্ধ পাওয়া গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]