প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:০৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রবাসী গীতিকবি আবদুল হাকিম রচিত নতুন গান ‘প্রীতির আঁখিতে’ সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে। গেয়েছেন বরেণ্য গজল শিল্পী মনজুরুল ইসলাম খান।
কবি আবদুল হাকিমের জন্ম ঢাকার কেরানিগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডল কলাতিয়ায়। প্রবাসে থাকলেও তিনি কবিতা ও গান নিয়ে মেতে আছেন শৈশব থেকে। ইউটিউবে তার অনেক গান ও কবিতার স্টুডিও ভার্সন সহজলভ্য।
নাট্যজন ইকবাল বাবু তার সম্পর্কে বলেন, হাকিম একজন শেকড়ের কবি। প্রেম-প্রীতি-আবেগ এবং স্মৃতিকাতরতা তার কবিতার ভুবন। আর সঙ্গীত তার প্রাণ।
এই গীতিকবির কবিতা ও গানের সঙ্গে দীর্ঘ পরিচয় শিল্প-সমালোচক রফিক সুলায়মানের। তিনি বলেন, খুব সহজ এবং পরিচিত শব্দমালা দিয়ে অনুভূতি প্রকাশ করতে সক্ষম তিনি।
‘প্রীতির আঁখিতে’ গানের শিল্পী মনজুরুল ইসলাম খান গানে তালিম নিয়েছেন গজল সম্রাট জগজিৎ সিং এবং নীলুফার ইয়াসমিনের কাছে। তিনি দেশের সুপরিচিত গজল শিল্পী এবং শিক্ষক।
গীতিকারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাবে। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা রাখেন সংশ্লিষ্টরা।