প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:০৭ পিএম আপডেট: ১৯.১১.২০২৩ ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অবরোধের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
রবিবার (১৯ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগনেতা মো. রবিউল ইসলাম, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম খোকন, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াসিন মেম্বার, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান কামু,সাধারণ সম্পাদক উজ্জ্বল, স্বেচ্ছাসেবকলীগনেতা শেখ নাজমুল হকসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি-জামায়াত অবৈধভাবে দেশে হরতাল-অবরোধ দিয়েছে। অবরোধের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।
ভোরেরপাতা/এফ