প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম | অনলাইন সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর পর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নির্দেশনা মোতাবেক মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার জন্য অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা তার মনোনয়ন পত্র সংগ্রহ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে নির্বাচনী কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন। এসময় দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
আজ বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় অফিসে যান নেত্রকোণা-৪ আসনের দীর্ঘ দিনের পোড়খাওয়া রাজনীতিবিদ ও মনোনয়ন প্রত্যাশী মমতাজ হুসেন চৌধুরী। উনি বিকেল সাড়ে তিনটায় ময়মনসিংহ বিভাগীয় বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় উনার ছেলে অনি সামদানী চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন চৌধুরী , মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী, আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ ও দলীয় বুথে সহযোগীতায় ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম, শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য আলমগীর কবীর দোলন, মিজানুর রহমান রুদ্র সহ অন্যান্যরা।
আওয়ামী লীগ নেতা মমতাজ চৌধুরী নির্বাচনী এলাকা মদন, মোহনগন্জ ও খালিয়াজুরী উপজেলার ভোটারদের কাছে দোয়া ও দেশবাসীর কাছে নৌকার পক্ষে রায় দেয়ার জন্য অনুরোধ জানান। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নৌকার জয়ের বিকল্প নেই।