প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ২:০৫ পিএম | অনলাইন সংস্করণ
গত বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। ফাইনালে উঠে স্বাগতিকরা কোনওভাবেই চাইবে না তৃতীয় বিশ্বকাপ জেতার সুযোগ হাতছাড়া করতে। তাহলে প্রথম দল হিসেবে ঘরের মাটিতে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে তারা।
যদিও শুরুতে টস ভাগ্য তাদের পক্ষে আসেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতীয় দল অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামছে। অজি দলও অপরিবর্তিত। অধিনায়ক প্যাট কামিন্স শুরুতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্য শিশিরকে ফ্যাক্টর হিসেবে দেখছেন।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, টস জিতলে শুরুতে ব্যাটিংই করতেন তিনি। যেহেতু বড় ম্যাচ প্রচুর রান প্রয়োজন স্কোরবোর্ডে।